parbattanews

নিজের যোগ্যতায় শিক্ষিত পরিচয় দিতে হবে- মানিকছড়িতে কংজরী চৌধুরী

gas 2

মানিকছড়ি প্রতিনিধি:
বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল ‘মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ’ শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। উক্ত কাউন্সিলে আগামী দু’বছরের জন্য কলেজ শাখায় ১৭ সদস্য কমিটিতে সভাপতি হিসেবে রেম্রাচাই মারমা, সাধারণ সম্পাদক হিসেবে চাইহ্লাপ্রু মারমা ও সাংগঠনিক সম্পাদক পদে হ্লাপ্রু মারমাকে নির্বাচিত করা হয়েছে।

সদস্য বিলুপ্ত বি.এম.সি’র সভাপতি চিংহ্লাপ্রু মারমা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, মানিকছড়ি থানার ও.সি মো. শফিকুল ইসলাম, জেলা যুবলীগ সাবেক বি.এম.সি’র কলেজ শাখার সভাপতি সাধারণ সম্পাদক মংসাইঞো মারমা, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা প্রমূখ।

সভার পূর্বে প্রধান অতিথি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ফিতা কেটে এবং গাছের চারা রোপণ করে ভবন উদ্বাধন করেন। এ সময় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, আ’লীগ নেতা মো. শফিকুর রহমান ফারুক, শিক্ষক বিপ্লব চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা ও বাজার কমিটির সেক্রেটারী মো. নুরুল ইসলাম প্রমূখ।

Exit mobile version