parbattanews

নিজ কর্ম আর মায়ের আশির্বাদে মানব জীবনের সক্ষমতা আসে-মেমং মারমা

শ্রী শ্রী হরি-মন্দিরে শারদীয় দুর্গাপূজার আরতীতে মেমং মারমা

নিজ কর্ম আর মায়ের আশির্বাদে মানব জীবনের সক্ষমতা আসে মন্তব্য করে পার্বত্য উন্নয়ন বোর্ডের উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা বলেছেন, এসটিজি বাস্তবায়নে সরকার একগ্রচিত্তে কাজ করে যাচ্ছে। পুষ্টি সমৃদ্ধ খাবারের মাধ্যমে আগামী দিনে সুস্থ সবল নবজাতকদের আগমন ঘটবে। তারা বিশ্বের দরবারে বাংলাদেশের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) গুইমারা শ্রী শ্রী হরি-মন্দিরে শারদীয় দুর্গাপূজার আরতীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শ্বশানের উন্নয়নের জন্য এ সময় তিনি প্রয়াত পিতামাতার নামে পঞ্চাশ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে গুইমারা থানা অফিসার ইনর্চাজ (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া ,আওয়ামী লীগ নেতা সুইমং মারমা, যুবলীগ সভাপতি বিপ্লব কুমার শীল, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, ইউপি সদস্য জর্নাধন সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version