parbattanews

নিবন্ধিত রোহিঙ্গাদের টেকনাফ থেকে অন্যত্রে স্থানান্তরের প্রক্রিয়া চালাচ্ছে সরকার- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

10818637_728218813939075_604959179_n

টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফস্থ নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিবন্ধিত রোহিঙ্গাদের অন্যত্র স্থানন্তরের জন্য জমি খোঁজা হচ্ছে। তাদেরকে শীঘ্রই সুবিধাজনক স্থানে স্থানান্তরের প্রক্রিয়া চলছে এবং রোহিঙ্গাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত স্ব-দেশে ফেরত পাঠানো হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এখানে মিয়ানমারের অতিরিক্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে নানা সমস্যা তৈরি হচ্ছে। রোহিঙ্গাদের স্ব-দেশে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়েছিল। কিন্তু মিয়ানমারের সাম্প্রতিক দাঙ্গার কারণে তা সম্ভব হয়নি। সুষ্ঠু প্রক্রিয়ায় নিজের অধিকার নিয়ে স্বেচ্ছায় যাতে রোহিঙ্গারা ফেরত যেতে পারেন এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব ও বাংলাদেশের পক্ষে মিয়ানমার সরকারকে আহবান জানানো হয়েছে। এছাড়া ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের জম্মনিয়ন্ত্রণ পদ্ধতি বা জনসংখ্যা বৃদ্ধিরোধে এনজিও সংস্থাগুলোকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের অনেক ছোট ছোট গ্রামের চেয়েও ভালো আছেন। অন্য দেশের শরণার্থী শিবিরের চেয়েও ভালো আছেন। এখানে গালর্স গাইড, কাব গাইডের মতো ব্যবস্থাও রয়েছে। 

মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর ২টায় টেকনাফে পৌঁছায়। এসময় উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, আরআরআরসি ফরিদ উদ্দীন ভূইয়া, জেলা প্রশাসক মো. রুহুল আমিন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শাহ মোজাহিদ উদ্দীন, ক্যাম্প ইনচার্জ জালালউদ্দীন, ওসি মোক্তার হোসেনসহ বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version