parbattanews

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে রাঙামাটিতে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে, স্থানীয় এলাকাবাসী। বৃহষ্পতিবার সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটিবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভ’ট্টো, রাঙামাটি বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ওই কেন্দ্রের পুরোদমে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তারপরও রাঙামাটি শহরে বিদ্যুৎ সংকট চরমে। ঘন ঘন লোডশেডিং ও যান্ত্রিক ত্রুটির কারণে শহরে বিরামহীন বিদ্যুৎ আসা-যাওয়ার মধ্যেই লেগে থাকে।

এছাড়া রয়েছে অসহনীয় লো-ভল্টেজ। ১৯৬০ সালে রাঙামাটির স্থানীয় জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ বিতরণের শর্তে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করা হলেও সে শর্ত আজও বাস্তবায়ন হয়নি।

বক্তারা অবিলম্বে রাঙামাটিতে লোডশেডিং বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুশিয়ারী দেন স্থানীয়রা।

Exit mobile version