parbattanews

নিরাপত্তাবাহিনী এবং সওজ বিভাগের যৌথ উদ্যোগে বেইলী ব্রিজের মেরামত কাজ সম্পন্ন

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় ধসে যাওয়া বেইলী ব্রিজের মেরামত কাজ শেষ হয়েছে। বুধবার(৮ নভেম্বর) মেরামত কাজ শেষ করার পর হালকা যান চলাচলের জন্যে উন্মুক্ত করা হয়।

এদিকে ব্রিজ ধসে যাওয়া পর নিরাপত্তাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে মেরামত কাজ শুরু করে। দীর্ঘ ১২দিন একাধারে রাতদিন কাজ করার পর যান চলাচলের উপযোগী হয়। কাজ শেষ করার পর বুধবার থেকে হালকা যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেয়া হয়।

এব্যাপারে খাগড়াছড়ি সড়ক জনপথ বিভাগের কার্য-সহকারী বীর ভদ্র জানান, ধসে যাওয়ার ২৮ অক্টোবর (রবিবার) দুপুরের পর থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু করা হয়। এতে পুরো ব্রিজটি খুলে পুনরায় যন্ত্রাংশগুলো সংযোজন করা হয়। রাতদিন কাজ করে  ১২দিন পর যান চলাচলের জন্যে উন্মুক্ত করা হয়।

খাগড়াছড়ি সড়ক জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন জানান, পরীক্ষামূলকভাবে হালকা যান চলাচলের অনুমতি দেয়া হয়েছে। ইতিমধ্যে আটকে পড়া গাড়ি ছেড়ে দেয়া হয়েছে। তবে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক বিশেষ করে কাঠ বোঝাই ট্রাক চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য: ২৭ অক্টোবর বিকেলে কাঠ বোঝাই ট্রাক পারাপারের সময় ব্রিজটি ধসে পড়ে।

Exit mobile version