‘ট্যুরিষ্টদের জন্য নিরাপত্তা ও সুবিধা বাড়াতে হবে’

fec-image

শীতকালে রাঙামাটিতে ট্যুরিষ্টদের আগমন বাড়বে। তাই ট্যুরিষ্টদের জন্য নিরাপত্তা এবং সুবিধা বাড়াতে হবে। সোমবার (৯নভেম্বর) দুপুরে রাঙামাটি সদর উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

বক্তারা বলেন, রাঙামাটি শহরে বর্তমানে মাদকের ছড়াছড়ি। শহরকে মাদকমুক্ত করতে হলে যুব সমাজের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে শক্তিশালী অভিযান পরিচালনা করতে হবে।

বক্তারা আরও বলেন, উপজেলার উন্নয়ন করতে হলে প্রত্যেক সরকারি সংস্থাগুলোতে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে অনেক অসমাপ্ত কাজ সহজে শেষ করা যাবে।

সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা উপমার সভাপতিত্বে এসময় মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল) নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা এলজিইডি কর্মকর্তা ফয়জুর রাজ্জাকসহ উপজেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সভায় অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন