parbattanews

‘নিরাপত্তা জোরদারের দাবি’

পার্বত্য অঞ্চলে নিরাপত্তা জোরদারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাঘাইছড়িতে পার্বত্য নাগরিক পরিষদ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পার্বত্য নাগরিক পরিষদের দলীয় কার্যালয়ে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রামের নাগরিক পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি মো. আবুল কাইয়ুম।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বাঘাইছড়ি উপজেলায় উপজাতীয় সন্ত্রাসীরা প্রতিনিয়ত ব্রাশফায়ারসহ আধিপত্য বিস্তার করে দিন দুপুরে গুলি করে মানুষ হত্যা করছে। আঞ্চলিক দলগুলো সংগঠনের চাঁদাবাজি অব্যাহত রয়েছে।

নাগরিক পরিষদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন:

বাঘাইছড়িতে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, বাঘাইছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন করতে হবে, উপজেলা পরিষদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, পাহাড়ে সন্ত্রাসীর হাতে নিহত সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

এতে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সোহেল, পার্বত্য চট্টগ্রামের নাগরিক পরিষদের বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি আফসার উদ্দিন, ছাত্রনেতা আলমগীর হোসেন ছাত্রনেতা আজগর আলী, ছাত্রনেতা ওমর ফারুকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Exit mobile version