parbattanews

দিঘীনালায় নিরীহ অটোরিক্সা চালকের উপর পুলিশের হামলা

দিঘীনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা  উপজেলার কবাখালী ইউনিয়নের বাসিন্দা মোঃ আব্দুল মুনাফ এর ছেলে আটোরিক্সা চালক মোঃ রাশেল (১৫) উপর পুলিশ হামলা করেছে। স্থানীয় সূত্রে জানান যায়,গরীব পিতার ছেলে মোঃ রাশেল এসএসসি পরীক্ষার্থী পারটাইম অটোরিক্সা চালিয়ে পড়ালেখার খরচ যোগায় । গত কাল সন্ধ্যা ৭.৩০মিনিট দীঘিনালা সদর উপজেলা  থেকে যাত্রী নিয়ে আসার পথে মাইনী ব্রীজ সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে আসলে গাড়ির যাত্রী মোঃ ফারুক মিয়া ও মোঃ আলমগীর হোসেন গাড়ি থেকে পুলিশকে উদ্দেশ্য করে  অকথ্য ভাষায় গালাগালি করায় পুলিশের এক কনেস্টটেবল  শুনতে পেয়ে গাড়ি থামাতে বললে যাত্রী দুই জন লাফ দিয়ে পালিয়ে যায়। পড়ে যাত্রীকে ধরতে না পেরে অটোরিক্সা চালক রাশেলকে ফাঁড়িতে ধরে নিয়ে গিয়ে বেধর মারধর করে থানায় নিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন থানা থেকে দীঘিনালা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে  খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়।  দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনার সুস্থ বিচার করা হবে বলে এলাকাবাসিকে আশ্বস্ত করেন। এই ঘটনায় এলাকাবাসিকে  উত্তেজিত না হওয়া আহবান জানান, ও আজ দীঘিনালা থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু বলনে, ঐ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Exit mobile version