parbattanews

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় থানচিতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশের মতো বান্দরবানের থানচি উপজেলার ৪টি ইউনিয়নের ১৪টি ভোট কেন্দ্রে ০৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিপুল সংখ্যক বিজিবি সদস্য সন্ধ্যা ৭টা থেকে থানচি উপজেলা সদরের থানচি বিজিবি ক্যাম্পে অবস্থান করছেন।

আগামীকাল শনিবার ৩০ ডিসেম্বর হতে বিজিবি সদস্যগণ নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ বলিপাড়া ব্যাটালিয়ান (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৈমুর হাসান খাঁন, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন সাংবাদিকদের জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে In Aid to the Civil Power এর আওতায় ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে তিন পার্বত্য জেলার বান্দরবানে ২ জন, রাঙামাটিতে ৩ জন ও খাগড়াছড়িতে ৪ জন প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন তারা। ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Exit mobile version