parbattanews

নির্বাচনী  প্রচারণায় পানছড়িতে এগিয়ে আ’লীগ

পানছড়ি প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং আসনের নৌকার মাঝি বর্তমান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মাইকিং, গণসংযোগ, সামাজিক গণমাধ্যমে প্রচারণা, মিছিল, উঠান বৈঠক ও জনসমাবেশ করে প্রতিটি পাড়ায় পাড়ায় ভোট চাওয়া হচ্ছে নৌকার পক্ষে।

ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক, সম্পাদক জহিরুল আমিন রুবেল, যুগ্ম সম্পাদক মো. জালাল হোসেন জানান, এখন আর বসে থাকার সময় নেই। ছাত্রলীগ পুরো উপজেলা চষে বেড়াচ্ছে পাশাপাশি মা-বোনদের কাছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাহিনী তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

যুবলীগ সভাপতি আল-আমিন ও সম্পাদক নাজির হোসেনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।

আ’লীগ সভাপতি মো. বাহার মিয়া, সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব ও সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের জানান, অন্যান্য প্রার্থীর প্রচারণার চেয়ে নৌকার প্রচারণা অনেক এগিয়ে। আ’লীগের সকল সংগঠনের নেতা-কর্মীরা এবার নির্ঘুম প্রচারণায় ব্যস্ত। প্রতিদিন সন্ধ্যায় সকল নেতা-কর্মীরা মিলে নির্বাচনী সভায় ভোটারদের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইছেন তাঁরা। তাছাড়া প্রতিদিনই বিভিন্ন দলের নেতা-কর্মীরা নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে আ’লীগে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করছে। সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেনের নেতৃত্বে সাঁওতাল পাড়া ও তালুকদপাড়ায় উঠান বৈঠকের মাধ্যমে নৌকায় ভোট চাওয়া হয়।  এদিকে আওয়ামী লীগ দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলার পর থেকে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়ার পক্ষে গণসংযোগ, প্রচারণা বা কোনো ধরনের মাইকিং পানছড়িতে শোনা যায়নি। তবে বিএনপির ভোটাররা ধানের শীষ প্রতীকের পক্ষে নীরব বিপ্লব ঘটাতে পারে বলে ধারণা করছেন অনেকে। অবশ্য অবশ্য বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম আচরবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সহকারী রির্টানিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এতে উপজেলা আ’লীগ সভাপতি বাহার মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. জালাল হোসেন-সহ ১১জনের নাম রয়েছে।

জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ পানছড়িতে এসে লাঙলে ভোট চেয়ে গণসংযোগ করেন। প্রতিদিন সন্ধ্যায় লাঙলের মাইকিং অব্যাহত রয়েছে।

এদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী আবদুল জব্বার গাজীর সমর্থনে বিভিন্ন এলাকায় ভোট খুঁজে বেড়াচ্ছেন মো. মহসিন, আবু বক্করসহ সমর্থকরা।

অন্যদিকে ইউপিডিএফ সমর্থিত নতুন কুমার চাকমার পক্ষে প্রকাশ্য কোনো প্রচারণা ও মাইকিং শুনা না গেলেও প্রত্যন্ত এলাকায় গণসংযোগ চলছে জোরেশোরে। নতুন কুমার চাকমার সিংহ মার্কা প্রতীকের পক্ষে উঠান বৈঠক করে ভোটারদের কাছে ভোট চাইছে সমর্থকরা। তাছাড়া প্রত্যন্ত এলাকার বিভিন্ন অলি-গলিতে শোভা পাচ্ছে সিংহ প্রতীকের পোস্টার। সার্বিক সব দিক বিবেচনা করে উপজেলার চিত্রে দেখা যায় এবারের নির্বাচনে পানছড়িতে প্রচারণার মাঠে সবার চেয়ে এগিয়ে নৌকা।

Exit mobile version