parbattanews

নির্বাচন কার্যক্রমে দুস্কৃতিকারীদের কাউকে ছাড় দেওয়া হবেনা: লে. কর্নেল রুবায়েত মাহমুদ

গুইমারা প্রতিনিধি:

সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব বলেন, নির্বাচন কার্যক্রমে দূস্কৃতিকারীদের কাউকে ছাড় দেওয়া হবেনা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল দলের নেতাকর্মীকে আচরন বিধি মেনে চলতে হবে।

গুইমারা রিজিয়নের আওতাধীন  সিন্দুকছড়ি জোনের উদ্যোগে শনিবার (২২ ডিসেম্বর) বিকালে মানিকছড়ি টাউন হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এর আচারণ বিধিসহ বিভিন্ন বিষয়ে মানিকছড়ি ও গুইমারা উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

লে.কর্নেল রুবায়েত মাহমুদ আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থেকে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা সেনাবাহিনী দায়িত্বরত সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা বদ্ধ পরিকর।

এ কর্মশালায় ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়ের সঞ্চালনায় কর্মশালায় সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা উপজেলা র্নিবাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, নির্বাচন কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, মানিকছড়ি উপজেলা র্নিবাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, নির্বাচন কর্মকর্তা রনি কুমার দে আসন্ন একাদশ সংসদ র্নিবাচন কালীন নিরাপত্তাবাহিনী, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব -কর্তব্য, ভোট কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের বিধি বিধান, সাধারণ ভোটারদের গ্রহণ এবং প্রতিবন্ধি ও বয়স্কভোটারদের ভোট গ্রহণের পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও জোন উপঅধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (মানিকছড়ি র্সাকেল) মেহেদি হাসান, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু র্মামা, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্র মারমা, মানিকছড়ি সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন নাজিউর, গুইমারা সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন ফয়সাল, ক্যাপ্টেন তানজিল, ক্যাপ্টেন নাসির, ক্যাপ্টেন সামিউল ইসলাম সৌখিন, ক্যাপ্টেন খন্দকার শাহাজালালফাহিম, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বিধ্যুত কুমার বড়ুয়া, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আ. রশিদ, নির্বাচন কালীন সময়ে দায়িত্বরত সেনাসদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version