parbattanews

নির্বিঘ্নে সবাইকে আয়কর প্রদানের আহ্বান সাংসদ জাফর আলমের

উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে

‘নির্বিঘ্নে ও নিশ্চিন্তে আয়কর রিটার্ণ দিন কর মেলাতে, উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দেব” এ প্রতিপাদ্যে কর অঞ্চল-৪ চট্টগ্রামের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক চকরিয়ায় আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়েছে। কর অঞ্চল-৪ চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার পরিদর্শক রেঞ্জ-৪ মুহাম্মদ মফিজ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ ইসলাম চৌধুরী বাবলা, প্রফেসর বশির আহমদ প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাফর আলম তাঁর বক্তব্যে, আয়করকে দেশের উন্নয়নের অক্সিজেন বলে আখ্যায়িত করেছেন। অক্সিজেন ছাড়া যেমন একজন মানুষ বেঁচে থাকতে পারেন না, তেমনি আয়কর ছাড়া দেশ ও সরকারের কোনো উন্নয়ন সম্ভব হয় না। তাই দেশের উন্নয়ন চাইলে আয়কর দিয়ে এ দেশকে এগিয়ে নিতে হবে।’ তিনি আয়কর মেলাকে করদাতা ও করগ্রহণকারীদের মধ্যে সেতুবন্ধন ঘোষণা দিয়ে নির্বিঘ্নে বিনা হয়রানিতে সহজ পদ্ধতিতে আয়কর প্রদানের আহ্বান জানান।

Exit mobile version