parbattanews

নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ শিকার: কুতুবদিয়ায় জরিমানা ও ২৪২ মণ মাছ জব্দ

কুতুবদিয়ায় গত ২১ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান‍্য করে সাগরে মাছ ধরতে গেলে ৪টি মাছ ধরার নৌকাকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টায় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী লেমশীখালী ইউনিয়নের দরবার ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি নৌকাকে ৫৩ হাজার টাকা অর্থদণ্ড দেন। জেলেদের আহরিত ২৪২ মণ মাছ জব্দ করে প্রকাশ্যে নিলামে দিলে ৪ লক্ষ ২২ হাজার টাকায় বিক্রি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী বলেন, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও ৪টি নৌকা সমুদ্র থেকে মাছ শিকার করে দরবারঘাটে এসেছে, কোস্ট গার্ডের সহায়তায় উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আইয়ুব আলীকে সাথে নিয়ে আমরা অভিযান পরিচালনা করে ৪টি নৌকার মাঝিকে ৫৩ হাজার টাকা জরিমানা করি এবং জব্দকৃত মাছ প্রকাশ্যে নিলামে ৪ লক্ষ ২২ হাজার টাকায় বিক্রি করে, ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বন্ধকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Exit mobile version