নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল

fec-image

বাংলাদেশ পুরুষ ফুটবল দল চ্যাম্পিয়নশিপের ১৯ বছর পর এসে সেই সাফল্যের মালা গাঁথলেন বাংলার লড়াকু মেয়েরা। প্রথমবারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জয়ের উল্লাসে মাতোয়ারা সাবিনা খাতুনরা।

ম্যাচের শুরুতেই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটে গোলটি করেন শামসুন্নাহার। এরপর দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। খেলার ৪১ মিনিটের মাথায় গোলটি করে জয়ের পথে একধাপ এগিয়ে যায় বাংলাদেশ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকে বাংলাদেশ আক্রমণে। ম্যাচঘড়ির ১ মিনিটে মারিয়া মান্দার দূরপাল্লার শট গোলকিপার শুয়ে পড়ে তালুবন্দি করেন।

১০ মিনিটে চোট পেয়ে সিরাত জাহান স্বপ্না উঠে যান। তার জায়গায় শামসুন্নাহার জুনিয়র মাঠে নামেন। চার মিনিট পর বাংলাদেশ এগিয়ে যায়। ডান প্রান্তে মনিকা চাকমার ক্রসে শামসুন্নার জুনিয়রের দারুণ প্লেসিং জড়িয়ে যায় জালে। এতে গ্যালারিতে থাকা দর্শকরা স্তব্ধ হয়ে যান।

এরপর অবশ্য খেলায় প্রাধান্য বিস্তার করেছে নেপাল। একটু পরপরই আক্রমণে আসছিল তারা। এর মাঝে সবচেয়ে বড় বিপদ হতে পারতো ৩৭তম মিনিটে। যে যাত্রায় জটলা থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল স্বাগতিকরা।

প্রথমে সাইড বার, এরপর গোল লাইন থেকে বল ক্লিয়ার না হলে ম্যাচে সমতায় ফিরতো নেপাল। খেলার ধারার বিপরীতে ম্যাচের ৪১তম মিনিটে ফের আনন্দে ভাসে বাংলাদেশ। এবার নেপালের ভুলে দারুণ বুদ্ধিমত্তায় গোল করেন কৃষ্ণা রাণী সরকার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খেলা, নারী দল, নেপাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন