parbattanews

নৌপরিবহণ মন্ত্রীর আগমণে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

Upzila prosason pic (1) copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহণমন্ত্রী শাহ জাহান খান নাইক্ষ্যংছড়ি উপজেলায় আসছেন। ১০ ও ১১ মার্চ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও চাকঢালা আমতলী মাঠ এলাকায় সম্ভাব্য স্থল বন্দরের স্থান পরিদর্শণ করবেন তিনি। মন্ত্রীর এ আগমণ উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক শফি উল্লাহ, যুগ্ম আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো. ইমরান মেম্বার, ডা. ইসমাইল, ডা. সিরাজুল হক, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারেক রহমান, শ্রমিকলীগ সভাপতি জহির আহমদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবাচিং মার্মা প্রমুখ।

Exit mobile version