parbattanews

পতাকা বৈঠকের পর আটক বিজিপির ৩ সদস্যকে হস্তান্তর

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৩ সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৯টার সময় টেকনাফ সীমান্তের জিম্মংখালী এলাকায় নাফ নদীতে টহলরত অবস্থায় তাদের আটক করে টেকনাফ ব্যাটলিয়ন ২ বিজিবির সদস্যরা।

সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে নাফ নদীর বাংলাদেশ অংশে টহল দিতে গিয়ে তারা ধরা পরেন। পরে বিকাল পৌনে ৪টার সময় বিজিবি-বিজিপি পতাকা বৈঠকের মাধ্যমে টেকনাফ পৌর সভার ট্রানজিট জেটি দিয়ে তাদেরকে মিয়ানমার ১ নং ব্যাটলিয়ন বিজিপি কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ২-বিজিবি টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক এবং বিজিবি সদর দপ্তরের পিআরও বরাবর ক্ষুদে বার্তা প্রেরণ করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায় নি।

এদিকে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ারী প্রত্যক্ষদর্শী লোকজনের বরাতে জানান,”মিয়ানমারের তিন বিজিপি সদস্যকে অস্ত্রসহ বিজিবির গাড়ীতে করে টেকনাফ সদরের দিকে নিয়ে যেতে দেখা গেছে।

Exit mobile version