parbattanews

পতাকা বৈঠকে বসতে মিয়ানমারে বিজিবি প্রতিনিধি দল

Coxs BGB 01
স্টাফ রিপোর্টার:
মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) কর্তৃক অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমার গেছেন বিজিবি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ থেকে মিয়ানমারের মংডুর উদ্দেশে রওনা হয়েছেন তারা।

এব্যাপারে বিজিবি কক্সবাজার সেক্টরের (জি-টু) মেজর আমিনুল ইসলাম পার্বত্যনিউজ ডটকমকে বলেন, বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ।

প্রতিনিধিদলে একজন মেডিকেল অফিসারও রয়েছেন। এর আগে বৈঠকে বসার সম্মতি জানিয়ে ২৩ জুন বিকেলে মিয়ানমারের সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) বাংলাদেশকে চিঠি দেয়। এরই পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ১৭ জুন সকালে দমদমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়ায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। ওই সময় একদল চোরাকারবারিকে ধাওয়া করেন বিজিবি। একপর্যায়ে চোরাকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলি চালায়। এতে বিপ্লব কুমার নামের এক বিজিবির সদস্য গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নায়েক রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।

এরপর নায়েক রাজ্জাকের হাতকড়া পরা ছবি প্রকাশ করে বিজিপি। নায়েক আবদুর রাজ্জাক ফিরিয়ে দিতে দফায় দফায় পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। এতে বিজিপি কোন সাড়া দেয়নি। একপর্যায়ে মিয়ানমারের বন্দি থাকা ৫৫৫ জন অভিবাসীকে ফিরিয়ে আনলেই রাজ্জাককে ফিরিয়ে দিবে বলে জানায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী। পরে কোন শর্ত ছাড়াই তাকে ফিরিয়ে দিতে রাজি হয় মিয়ানমার।

Exit mobile version