parbattanews

পদ্মা সেতু পাড়ি দেওয়া নারী মোটরসাইকেলচালকের অনুভূতি

রুবায়াত রুবা নামে এক ইউটিউবার যিনি প্রথম নারী মোটরসাইকেলচালক হিসেবে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন। রোববার (২৬ জুন) সকাল ৯টায় মাওয়া প্রান্ত দিয়ে প্রথমবার মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পাড়ি দেন তিনি। পরে বিকেলে জাজিরা প্রান্ত থেকে দ্বিতীয়বার পদ্মা সেতু পাড়ি দেন।

ঢাকা মিরপুরের শেওড়াপাড়া থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে পদ্মা সেতুতে গিয়েছিলেন। রোববার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সেতু পাড়ি দেওয়ার জন্য জাজিরা টোলপ্লাজায় অপেক্ষা করছিলেন তিনি। এসময় মোটরসাইকেল পাড়ি দেওয়ার জন্য কয়েকশ বাইকারকে অপেক্ষা করতে দেখা যায়।

রুবায়াত রুবা গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলে খুবই ভালো লেগেছে পদ্মা সেতু পাড়ি দিতে। সেতুতে ওঠার পর যে একটা ফিল আসছে তা বোঝানো যাবে না। এক কথায় অস্থির! ভাষায় প্রকাশ করা যাবে না।

সকালে প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিতে কত স্পিড তুলেছিলেন এমন প্রশ্নের জবাবে এই নারী বাইকার বলেন, প্রথমবার, এজন্য ১০৩-১০৪ স্পিডে চালিয়েছিলাম।

Exit mobile version