parbattanews

পবিত্র রমজান উপলক্ষ্যে খাগড়াছড়িতে পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়িতে পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা করেছে জেলা পুলিশ।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুক্তা ধরের সভাপতিত্বে আয়োজিত সভায় ব্যবসায়ী ও পরিবহণ সেক্টর, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় পুলিশ সুপার মুক্তা ধর পবিত্র মাহে রমজানকে ঘিরে বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, সড়কে যানজট, ফুটপাত দখল, গুজব ও অপপ্রচার রোধে, তারাবির নামাজ আদায় নির্বিঘ্নে করাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা বিষয় ওঠে আসে। সভায় গুরুত্ব পায় ঢাকার বেইলি রোডসহ বিভিন্নস্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাও।

পুলিশ সুপার মুক্তার ধর অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনারোধে ব্যবসায়ীদের উদ্যোগ গ্রহণ ও ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এছাড়া রমজানকে ঘিরে ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখার জন্য তাগাদা দেন। এছাড়া সংকট, সমস্যার মধ্য দিয়েও খাগড়াছড়িকে সুন্দর ও পরিপাটি রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। সচেতন থাকার প্রতি জোর দেন পুলিশ সুপার।

Exit mobile version