পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কক্সবাজার ভ্রমনে ২০ রাষ্ট্রদূত: বিভিন্ন স্পট পরিদর্শন

Ramu pic 1

কক্সবাজার প্রতিনিধি:
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দময় পরিবেশে বিভিন্ন স্পট পরিদর্শন করছেন বাংলাদেশে নিযুক্ত ২০ টি রাষ্ট্রের দূতাবাস প্রধানরা। তাদের সাথে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও।
অতিথিবৃন্দ মঙ্গলবার সকালে কক্সবাজারের রামুর পুনঃনির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

তারা প্রথমে ১০০ ফুট সিংহশয্যা গৌতম বৌদ্ধমূর্তি ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছেন। এসময় কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের ও সাধারন সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া ফুল দিয়ে তাদের অভিনন্দন জানান।

পরে কূটনীতিকগণ রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে যান। এসময় অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, সরকারী পদস্থ কর্মকর্তা ও বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কূটনীতিকগণ সরকারী সহায়তায় অতি দ্রুত সময়ে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পরে কূটনীতিকগণ কক্সবাজারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প পরিদর্শন করেন।

সোমবার বেলা ১২ টার দিকে তিন দিনের সফরে বিমানযোগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে কক্সবাজার আসেন রাশিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, তুরস্ক, নেদারল্যান্ড, মালদ্বীপ, নেপাল, ভুটান, ভিয়েতনাম ও ব্রুনাই দারুস সালামসহ ২০ টি দেশের মিশনপ্রধান। তারা সোমবার বিকালে ইনানী সৈকতে বীচ ভলিবল এবং ঘুড়ি উড়িয়ে আনন্দ করেন। মঙ্গল সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন একটি রিসোর্টে বিশেষ পার্টিতে অংশ নেবেন তারা। বুধবার সকাল বিমান যোগে তারা কক্সবাজার ত্যাগ করবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন