parbattanews

পরিচয় গোপন করে থাকা মিয়ানমারের সেই বৌদ্ধ ভিক্ষুর বিরুদ্ধে মামলা, থানায় হস্তান্তর

Rangamati Pic-20-08-16-1 copy

নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটির বালুখালি ইউনিয়নের রাজমনি পাড়া শান্তিরত্ন বৌদ্ধ বিহার থেকে আটক পরিচয় গোপন করে থাকা মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষু উ তয়েন থি’র বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটির জুরাছড়ি উপজেলা থানা থেকে তাকে রাঙামাটি সদর থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে পুলিশ বাদি হয়ে এ দুটি মামলা দায়রে করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশিদ জানান, আটক মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুকে আজ কিংবা আগামীকাল রাঙামাটির বিচারিক আদালতে তোলা হতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর পরিচয় গোপন করে বাংলাদেশে অবস্থান করায় মিয়ানমারের এই বৌদ্ধ ভিক্ষুকে শুক্রবার বিকেলে জুরাছড়ি জোনের নিরাপত্তা বাহিনী রাজমনি পাড়া বৌদ্ধ বিহার থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে মিয়ানমারের পরিচয়পত্র, বাংলাদেশি জন্মনিবন্ধন সার্টিফিকেট, লক্ষাধিক টাকা মূল্যের মিয়ানমারের মুদ্রা, বার্মিজ ভাষায় লিখিত বই উদ্ধার করা হয়। পরে তাকে জুরাছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Exit mobile version