parbattanews

পরিচয় গোপন করে ভোটার তালিকায় ঢুকে পড়ছে রোহিঙ্গারা

পার্বত্যনিউজ ডেস্ক:

বাংলাদেশে পরিচয় গোপন করে রোহিঙ্গারা ভোটার তালিকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মীয় স্বজনের ছত্রছায়ায় এবার নতুন আসা রোহিঙ্গারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে এমন আশংকা স্থানীয় জনপ্রতিনিধিদের। যাচাই বাছাই করে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার কঠোর দাবি স্থানীয়দের।

নতুন করে লাখ লাখ রোহিঙ্গার অনুপ্রবেশে উদ্বিগ্ন সীমান্তের মানুষ। মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এই রোহিঙ্গাদের সামাল দেয়া কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় জনগণের।

১৯৭৮ সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা অনেক রোহিঙ্গাই জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি অনেকে সরকারি চাকরিতে ঢুকে পড়েছে কিংবা বিদেশে চাকরি নিয়ে চলে গেছে বলেও জানিয়েছেন এলাকাবাসী।

ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে কাজ করছে জেলা প্রশাসন। স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন করতে চলছে কর্মশালা। সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জেলা প্রশাসন বলছে, রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কক্সবাজার বান্দরবানসহ দেশের রোহিঙ্গা অধ্যুষিত ৪টি জেলার ৩২টি উপজেলায় নির্বাচন কমিশনের বিশেষ কমিটি কাজ করছে। তবে আগামী জাতীয় নির্বাচনের আগেই অন্তর্ভুক্তি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি সীমান্তবাসীর।

 

সূত্র: বিডিটাইমস৩৬৫

Exit mobile version