parbattanews

পরিবহন ধর্মঘটে খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব ও পর্যটকরা দুর্ভোগে

 ডিজেলসহ জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ডাকা পরিবহন ধর্মঘটে অচল পাহাড়ি জেলা খাগড়াছড়ি। সকাল থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের দূরপাল্লা যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে করে সব চেয়ে বেশি বেকাদায় পড়েছে হাজারো কঠিন চীবর দানোৎসবে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও পর্যটকরা।

ধর্মঘটের সুবাধে অভ্যন্তরীণ সড়কে থ্রী হুইলার ও সাজেকের সাথে যাত্রীবাহী পিকআপ ভ্যান চালু থাকলেও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযেগে উঠেছে। ডাকা পরিবহন ধর্মঘটে অনেকে সরকারি-বেসরকারি কর্মকর্তার কর্মস্থলে যথা সময়ে যোগদান অনিশ্চিত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটক সব চেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। এছাড়া জরুরী কাজে ঘর থেকে বের হওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সাথে সমন্বয় করে ভাড়া বৃদ্ধি না হওয়ায় মালিকদের সিদ্ধান্তে এ ধর্মঘট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি চলবে।

Exit mobile version