parbattanews

পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে বান্দরবানের মানুষ

Bandarban pic-28.2

নিজস্ব প্রতিবেদক,বান্দরবান,

পূর্ব ঘোষণা ছাড়াই বান্দরবানে মঙ্গলবার সকাল থেকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট চলছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। জেলা শহরে বেড়াতে আসা পর্যটকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। সকাল থেকে জেলা শহর থেকে দুরপাল্লার কোন যাত্রীবাহী বাস স্টেশন ছেড়ে যায়নি। স্টেশন থেকে ফিরে যাচ্ছে যাত্রীরা। কার্যত বন্দি হয়ে পড়েছে বান্দরবানবাসী। তবে অভ্যন্তরিণ সড়কগুলোতে টেক্সিসহ হালকা যানবাহন চলাচল করছে। অপ্রীতিকর ঘটনা ছাড়াই ধর্মঘট চলছে।

বান্দরবান সম্মিলিত মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ঝন্টু দাশ জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা কর্মসূচী বান্দরবানেও তারা পালন করছেন। কর্মসূচীর অংশ হিসেবে জেলার সবকটি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনকে দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বদলে তার নিঃশর্ত মুক্তি এবং সোমবার সাভারে সড়ক দুর্ঘটনার মামলায় একজন ট্রাকচালকের মৃত্যুদণ্ডদেশ রায়ের প্রতিবাদে সারাদেশে এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো।

Exit mobile version