পরিবহন ধর্মঘট ও ভাড়া বৃদ্ধিতে খাগড়াছড়িতে হাজারো পর্যটক দুর্ভোগে

fec-image

হঠাৎ করে পরিবহন ধর্মঘট ও পরিবহনে ভাড়া বৃদ্ধির কারণে খাগড়াছড়িতে ঘুরতে আসা হাজারো পর্যটক চরম বেকায়দায় পড়েছেন। শুক্রবার থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের দূরপাল্লা যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সে সাথে খাগড়াছড়ি থেকে সাজেকগামী যানবাহনের প্যাকেজ অনুপাতে ৫০০ থেকে ৬০০টাকা ভাড়া বাড়িয়েছে পরিবহন সংগঠনগুলো। যানবাহন বন্ধ থাকায় পর্যটকরা সমতলেও ফিরতে পারছেন না।

খাগড়াছড়ি জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ ও পার্বত্য যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কিশলয় তালুকদার স্বাক্ষরে এ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যটকবাহী পিকআপের ভাড়া ৫ হাজার ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা আর সাজেকে এক রাত্রি যাপন ৭হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার ৩০০ টাকা করা হয়েছে।

এছাড়া সাজেকে এক রাত্রি যাপন এবং খাগড়াছড়ি পর্যটন স্পট ভ্রমণ যেখানে আগে ছিল ৯ হাজার ৭শ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা ও সাজেকে দুই রাত্রি যাপন এবং খাগড়াছড়ি ভ্রমণ ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ১৩ হাজার ২০০ টাকা করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন