parbattanews

পর্যটকদের আকৃষ্ট করতে বঙ্গবন্ধুর ইতিহাস ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা হবে: বীর বাহাদুর

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যটকদের আকৃষ্ট করে তুলতে টানেলের চারদিকে বঙ্গবন্ধু ও উন্নয়নের ইতিহাস তুলে ধরা হবে। যাতে করে সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের কাছে এটি দর্শনীয় হিসেবে স্থান পায়। তাই আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে শহরে বাসস্ট্যান্ড এলাকায় টানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১২ কোটি টাকার ব্যয়ের বাস টার্মিনালের টানেল ও রুমা বাস টার্মিনালের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

এছাড়াও পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে সাড়ে ১৬ কোটি টাকার ব্যয়ের বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী। পরে বাস টার্মিনালে টানেল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় যোগদেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, পৌর মেয়র সামশুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বীন ইয়াছিন আরাফাত, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, বাস মালিক সমিতি সভাপতি আবসুল কুদ্দুছসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version