পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের বর্ণাঢ্য র্যালী


বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি।
সকালে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক। র্যালিতে অংশ নেন বিভিন্ন পর্যটন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তারা মনে করছেন, কক্সবাজার সহ সমগ্র দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হলে নিরাপত্তা, সেবার মান ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। কক্সবাজারের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য যদি ভ্রমণবান্ধব পরিবেশ থাকে তাহলে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পর্যটন শিল্পকে টেকসই করতে হলে সবাইকে সচেতন হতে হবে। কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, পর্যটন
Facebook Comment