পর্যটন নগরী বান্দরবানের নীলাচল সড়কের বেহাল অবস্থা

Nilachal

বান্দরবান প্রতিনিধি:
পর্যটন নগরী বান্দরবানের নীলাচল পর্যটন স্পটটি এখন দর্শনার্থীদের আকর্ষনীয় বিনোদনের স্থান হিসেবে দেশের সর্বত্র পরিচিতি লাভ করেছে। এ পর্যটন স্পট থেকে বান্দরবান শহরের নয়নাভিরাম পুরো দৃশ্য অবলোকন করা যায়। এখান থেকে একদিকে তাকালে বান্দরবান শহর এবং অন্যদিকে পাহাড়ের সাথে মেঘের আনাগোনা যেকোন ভ্রমন পিয়াসু দর্শনার্থীদের মনে দোলা দেয়। এখান থেকে বন্দরনগরী চট্টগ্রামের সমুদ্র বন্দর দেখা যায়। এখানে গড়ে উঠেছে পাহাড়ের কোল ঘেষে আকর্ষনীয় কটেজ ও রেস্তোঁরা। কিন্তু জেলা পরিষদ ও পৌরসভার মধ্যে উন্নয়নের সমন্বয় না থাকার কারনে এ পর্যটন স্পটটির যাতায়াতের একমাত্র সড়ক পথটির বিভিন্ন স্থানে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। যার ফলে যেকোন সময় বড় ধরনের সড়ক দূর্ঘটনার ঝুঁকি নিয়ে পর্যটকদের এখানে আসতে হয়।

উল্লেখ্য এ পর্যটন স্পটটির প্রবেশ পথে প্রথমে জেলা পরিষদের টিকিট কাউন্টার এবং এর পরই পৌরসভার টিকিট কাউন্টার। পর্যটন স্পটটিতে জেলা পরিষদের টোকেন যেমন নিতে হয় তেমনি নিতে হয় পৌরসভার অনুমতিপত্র। ফলে যাত্রীদেরকে দুটি প্রতিষ্ঠানকেই দিতে হয় নগদ অর্থ। কিন্তু সেই তুলনায় পর্যটন স্পট নীলাচলের সড়ক পথটি সংস্কারের কোন উদ্যোগ কোন পক্ষই দীর্ঘদিন যাবৎ নিচ্ছে না। এখানে চট্টগ্রাম থেকে ভ্রমনে আসা মোঃ মহিউদ্দীন, মোঃ তাজ উদ্দীন, শামসুল ইসলাম, রাজু, সুমি, রোজি, আসমিনা আক্তার ও বান্দরবানের ছাত্রনেতা লুৎফুর রহমান উজ্জ্বলসহ আসা পর্যটকদের দাবী অবিলম্বে সড়ক পথটি সংস্কার করে সর্বসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন