parbattanews

‘পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে রাঙামাটিবাসীর অর্থনৈতিক মুক্তি মিলেবে’

রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান বলেন, পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে পারলে রাঙামাটিবাসীর অর্থনৈতিক মুক্তি মিলেবে। সোমবার (২৭সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি আরও বলেন, রাঙামাটি পর্যটনবান্ধব অঞ্চল। এর রূপ প্রকৃতির কারণে সারাদেশে আলাদা পরিচিতি রয়েছে অঞ্চলটির। শুধু পরিকল্পনা অনুযায়ী সাজাতে পারলে রাঙামাটি হবে দেশের অন্যতম পর্যটন খাত।

অনুষ্ঠানে রাঙামাটি বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খোকন্বেশর ত্রিপুরা বিশ্ব পর্যটন দিবসের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিল্পী রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া, পর্যটন সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন।

Exit mobile version