parbattanews

পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হলো জাতীয় শোক দিবস

bb copy

নিজস্ব প্রতিবেদক:

বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবী ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি উৎযাপন উপলক্ষ্যে খাগড়াছড়িতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, খাগড়াছড়ি পৌরসভা, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী এসব কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, র‌্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিল, এতিম শিশু, হাসপাতালের রোগী, জেলখানার কারাবন্ধীদের বিশেষ খাবার সরবরাহ।

সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র‌্যালি বের করে চেঙ্গী স্কোয়ার হয়ে টাউন হল চেতনা মঞ্চে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর টাউন হলে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

অন্যদিকে আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখা ও অঙ্গ সংগঠন গুলো জেলা পরিষদ প্রশিক্ষন কেন্দ্র থেকে শোক র‌্যালি করে শহরের শাপলা চত্বর ঘুরে চেঙ্গী স্কোয়ার হয়ে টাউন হল চেতনা মঞ্চে বঙ্গবন্ধু ফুলের তোড়া দিয়ে  প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

বক্তারা অবিলম্বে বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় ফাঁসি কার্যকরের দাবী জানান। এসময় সরকারী, বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

Exit mobile version