parbattanews

পলিথিন পরিহার করে পরিবেশ বান্ধন পাটজাত পন্য ব্যবহারে মনোযোগী হতে হবে: কুজেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ক্ষতিকর পলিথিন পরিহার করে পরিবেশ বান্ধন পাটজাত পন্য ব্যবহারে আমাদের মনোযোগী হতে হবে। সে সাথে জাতীয় ভাবে পাট পন্য বস্ত্রকে প্রাধান্য দিয়ে বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি সকলকে সহযোগিতা কামনা করেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী জাতীয় পাট পন্য বস্ত্র ও  হস্ত শিল্প মেলার উদ্বোধনকালে একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটিসি মুহাম্মদ আবুল হাশেম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ঢাকা ডিপিএস সভাপতি মো. ইকবাল মাহমুদ প্রমুখ।

পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ মেলায় পাট পন্য বস্ত্র ও হস্ত শিল্পের বিভিন্ন স্টলসহ মোট ৫০টি স্টল মেলায় অংশ নিয়েছে।

Exit mobile version