parbattanews

পাঁচ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও সহায়তা প্রদান করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

01 copy

কক্সবাজার প্রতিনিধি

বিশ্ব রেডক্রিসেন্ট দিবসে ৫ হাজার মুসলিম রোহিঙ্গা পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার সকাল ১১টায় উখিয়ার কুতুপালং এলাকায় প্রথম পর্যায়ে মিয়ানমার থেকে আসা নতুন তালিকাভুক্ত ৬’শ মুসলিম রোহিঙ্গা পরিবারকে এসব খাদ্যদ্রব্য ও মানবিক সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ৫ হাজার নতুন রোহিঙ্গা পরিবারের মাঝে এসব খাদ্যদ্রব্য ও মানবিক সহায়তা প্রদান করা হবে। আর আগামী ৫ মাস পর্যন্ত তারা এ সহায়তা পেতে থাকবে। এসব খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে, চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, লবণ আর সুজি। এছাড়া প্রতিটি পরিবারকে একটি করে মশারি ও হাইজিন পার্সেল প্রদান করা হচ্ছে।

এসব বিরতণের সময় উপস্থিত ছিলেন, আইএফআরসি বাংলাদেশ প্রধান আজমত উল্যাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজম খান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটি’র সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে।

Exit mobile version