parbattanews

পাইশিখই মারমার বাড়িতে গিয়ে ইউপিডিএফ’র হুমকি

সিএইচটি সম্প্রীতি জোট মুখ্য সমন্বয়ক, অনলাইন অ্যাক্টিভিস্ট পাইশিখই মারমা

সিএইচটি সম্প্রীতি জোট মুখ্য সমন্বয়ক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ছাত্রনেতা পাইশিখই মারমাকে এবার হুমকি দিয়েছে পার্বত্যাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাড়া সিড়িমাংগলা বৌদ্ধ বিহারে কারবারি এবং গ্রামবাসীদের ডেকে ইউপিডিএফ কর্মসূচি পালনকালে এ হুমকি দেয়া হয়।

স্থানীয় কুতুকছড়ি বাজারে সেনা ক্যাম্প স্থাপনের দাবি প্রত্যাহার করে পাইশিখই মারমাকে ক্ষমা চাইতে বলেছে পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসীরা। আর তা না হলে পাইশিখই মারমার মা-বাকে এলাকা থেকে বের করে দেওয়া হবে এবং বাড়িঘর পুড়িয়ে দেয়া হবে, এমনকি তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে বলেও জানিয়েছে ইউপিডিএফ সন্ত্রাসীরা।

বিহারের সামনে গ্রামবাসীর উপস্থিতিতে পাইশিখই মারমা ও তার বাবা মাকেও আগামী তিন দিনের মধ্যে ইউপিডিএফের কাছে মাফ চাইতে বলা হয়েছে।

উল্লেখ্য, পাইশিখই মারমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার ৩ নং বর্মাছড়ির ২নং ওয়ার্ডের বিনাজুড়ি পাড়ায়। পার্বত্য চট্টগ্রামে নতুন করে সেনা ক্যাম্প স্থাপন হলে তাদের নিকটস্থ বাজারে একটি ক্যাম্প চালুর অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানানোর পর ইউপিডিএফের কাছ থেকে জীবন নাশের হুমকি পায় এই তরুণ ছাত্র নেতা।

Exit mobile version