parbattanews

পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো আফগানরা

বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচে বড় জয়ে পেয়েছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে। এরপরই ছন্দপতন। টানা দুই ম্যাচে হেরেছে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার নিজেদের ১৯তম ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হারালো বাবর আজমের দল। সেমিফাইনালে চোখ রেখে ভারতে পা রাখা পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ৮ উইকেটে। ইংল্যান্ডের বিপক্ষে জয়টি আফগান ক্রিকেট ইতিহাসের সেরা হলে পাকিস্তানের বিপক্ষে জয়নি নিশ্চয় দ্বিতীয় সেরা।

সোমবার চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে টস জিতে শুরুতে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চার স্পিন নিয়ে একাদশ সাজানো আফগান ওই স্পিনেই ধরা খেয়েছে তারা। ওপেনার আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজমের ফিফটিতে এবং স্লগে শাদাব খান ও মোহাম্মদ ইফতিখার ভালো ব্যাটিং করলেও ৭ উইকেটে ২৮২ রানে আটকে যায় পাকিস্তান। জবাবে নেমে টপঅর্ডারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে আফগানিস্তান।

আফগানদের জয়ের মূল কারিগর ইব্রাহিম। রহমানউল্লাহর সাথে ১৩০ রানের উদবোধনী জুটি গড়েন তিনি। রহমানউল্লাহ ৫৩ বলে ৬৫ রানের দারুণ ইনিংস খেলে ফিরলেও দ্বিতীয় উইকেটে রহমতকে নিয়ে ৬০ রানের জুটি গড়েন ইব্রাহিম। খেলেন ১১৩ বলে ৮৭ রানের কাব্যিক ইনিংস। যখন আউট হন দল তখন জয়ের জন্য শক্ত ভিতে দাঁড়িয়ে।

সে সঙ্গে পাকিস্তানকে হারিয়ে ইতিহাসও গড়লো আফগানিস্তান ক্রিকেটাররা। কারণ ওয়ানডেতে এর আগে কখনো পাকিস্তানকে হারাতে পারেনি তারা। এবার খোদ বিশ্বকাপে এসেই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিলো তারা।

পাঁচ ম্যাচ শেষে টানা তিন হারে ৪ পয়েন্ট নিযে পঞ্চম স্থানেই আছে পাকিস্তান। আফগানিস্তান সমান খেলে একই পয়েন্ট নিযে ছয়ে উঠে গেছে।

Exit mobile version