parbattanews

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে আরব আমিরাতের মাঠে অ্যারোন ফিঞ্চের দলকে রীতিমত  উড়িয়ে দিল সরফরাজের দল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৩ রানে হারিয়েছে পাকিস্তান।

আগে ব্যাট করে পাকিস্তান ১৫১ রানের টার্গেট ছুড়ে দেয় অস্ট্রেলিয়াকে। ব্যাট করতে নেমে ১১৭ রান করেই মাঠ ছাড়তে হয় অস্ট্রেলিয়াকে। পাকিস্তানি বোলারদের সামনে খুব বেশি একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। পাকিস্তানি বোলার শাদাব খান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। অপরদিকে পেসার হাসান আলি নিয়েছেন ২ উইকেট।

শুরুর ভাগ্যটাই পাকিস্তানের পক্ষে। টসে জিতে ব্যাট করতে নেমে বাবর আজম ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাকিয়ে করেন হাফ সেঞ্চুরি। শাহিব ফারহান করেন ৩৯ রান। শাহিব ফারহান ৩৮ বলে করেন ৩৯ রান। মোহাম্মদ হাফিজ ৩টি বাউন্ডারি এবং ১ ছক্কা খেলে গড়েন ৩২ রানের স্কোর। শোয়েব মালিক ১২ বলে করেন ১৮ রান।

এর জবাবে ব্যাটিংএ নেমে শুরুতেই খুব একটা সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। আলেক্স ক্যারি করেন ২০ রান। এছাড়া বেন ও মিচেল  মার্শ করেন সমান ২১ রান করে। এ তিনটিই ছিল দলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। শেষ পর্যন্ত ১৯.১ ওভারেই ১১৭ রানে অল আউট হয়ে ঘরে ফিরতে হয় তাদের। ফলে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হতে হলো অস্ট্রেলিয়াকে।

Exit mobile version