parbattanews

পাকিস্তান-নেদারল্যান্ডস মুখোমুখি আজ

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নেদারল্যান্ডস। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।

পাকিস্তান নামছে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন এঁকে। তবে নেদারল্যান্ডসের স্বপ্ন সেমিফাইনালে পা রাখা।

ইতিহাস, পরিসংখ্যান কিংবা পরিস্থিতি, সব দিকেই ডাচদের থেকে ঢের এগিয়ে পাকিস্তান। শক্তিমত্তাতেও এগিয়ে তারা। তবে ডাচরাও একেবারে ছেড়ে কথা বলবে না, নিজেদের সেরাটা দেয়ার প্রত্যয় নিয়েই মাঠে নামবে তারা। চাইবে বড়সড় কোন চমক দেখাতে।

জয় দিয়েই আসর শুভ সূচনা করার ইচ্ছেয় উভয় দল মুখোমুখি হবে তারা। খেলা শুর‍ু বাংলাদেশ সময় বেলা ২:৩০ মিনিটে।

এরআগে দুইদল প্রথম মুখোমুখি হয় ১৯৯৬ সালে, লাহোরে। পাকিস্তান আয়োজিত বিশ্বকাপে সেবার প্রথমবারের মতো অংশ নেয় ডাচরা।

২০০৩ বিশ্বকাপেও তাদের মুখোমুখি দেখা হয়। মাঝে ২০০২ সালেও একবার দেখা হয় তাদের। প্রত্যাশিতভাবে সব ম্যাচেই বড় জয় পায় পাকিস্তান। ২০০৩ বিশ্বকাপের প্রায় ২০ বছর পর গতবছর অর্থাৎ ২০২২ সালে দেখা হয় উভয় দলের। আইসিসি সুপার লিগের অংশ হিসেবে নেদারল্যান্ডস যায় পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের দুটো বেশ উত্তেজনাপূর্ণ হলেও ৩-০ তেই সিরিজ জিতে নেয় পাকিস্তান।

Exit mobile version