পাগলিরছড়া খালের ব্রিজ ভেঙে আহত ১০

fec-image

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরছড়া খালের ব্রিজ ভেঙ্গে ১০ জন পথচারী আহত হয়েছে। তৎমধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার বিকাল ৩টায় পাগলীর বিল ছায়াখোলা নিবাসী মরহুম মীর আহমদ এর নামাজে জানাজা শেষে ফেরার পথে আগত মুসল্লিদের চলাচলে জরাজীর্ণ কাঠের ব্রিজটি আকস্মিক ভেঙ্গে শতাধিক মুসল্লিসহ খালে পড়ে যায় এতে ১০ জন আহত হয়।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন -মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২), মো. ইমরান (১৭), পল্লী চিকিৎসক ডাক্তার শফিউল আলম (৪৫), মোহাম্মদ ইসলাম (৩৫), তাজবীদুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়ের (১০)।

প্রাথমিক চিকিৎসা শেষে অনেকে বাড়ি ফিরে গেলেও মোহাম্মদ ইসলাম ও তার মাদ্রাসা পড়ুয়া ছেলে মো. জুবায়েরকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ ঘটনার কথা স্বীকার করে বলেন, মীর আহমদের নামাজে জানাজা শেষে ফেরার পথে মুসল্লিসহ জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে অনেক মুসল্লি আহত হয়। তার মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম কে ঘটনা অবহিত করেছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, ব্রিজ ভেঙে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন