পাচারের আগেই দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার, আটক ১

fec-image

সুকৌশলে পাচারের আগেই দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

তারা হলো, নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লক-এইচ, শেড নং-৬৩৮/১, এমআরসি-৬০০৮৩ এর হামিদ হোসেনের ছেল নূর হোসেন (১৫) এবং ব্লক-এইচ শেড নং-৬১৮/১, এমআরসি-৫০৮৯১ এর মো. হানিফের ছেলে আবুল কালাম (১৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল গফুর (৬০) নামক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। তবে নূর মোহাম্মদ নামের আরেক পাচারকারী কৌশলে পালিয়ে যায়।

বুধবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকা ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক।

তিনি জানান, ‌‘নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে ২ জন রোহিঙ্গাকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে মেরিন ড্রাইভের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার করেছে এপিবিএন সদস্যরা।’

পরে ভিকটিমদের দেখানো মতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের এইচ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল গফুরকে আটক করা হয়। পাচারে জড়িত অপরজন নূর মোহাম্মদ কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাচার, রোহিঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন