parbattanews

পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরীর মহালছড়িতে রাস মহৌৎসব পরিদর্শন, অনুদান প্রদান

20161114_130419-copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দির-এ সনাতন ধর্মাবলম্বীদের আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ রাস মহৌৎসব পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সোমবার থেকে শুরু হয়ে আগামী ১৬ নভেম্বর বুধবার শেষ হবে এ রাস মহৌৎসব।  সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত ব্যয়বহুল এ ধর্মীয় উৎসবে দেব দেবীর মূর্তিগুলো দেখার জন্য বিভিন্ন সম্প্রদায়ের  শিশু থেকে বৃদ্ধ বয়সী দর্শনার্থী ভীড় জমান।

পূজা উদযাপন কমিটির সভাপতি ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল বলেন, এ অনুষ্ঠান সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান হলেও বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মাবলম্বীর লোকের সমাগম ঘটে। পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।

Exit mobile version