parbattanews

বান্দরবানের ৪১৮ বিহার লকডাউন: পাঠানো হয়েছে পর্যাপ্ত খাবার ও পণ্য

বান্দরবানের একটি বৌদ্ধ বিহার

সাংগ্রাই উৎসব স্থগিত করার পর বান্দরবানের ৭ উপজেলার ৪১৮টি বৌদ্ধবিহার লকডাউন করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত জেলার বৌদ্ধ বিহারগুলো লকডাউন থাকবে। ফলে বাইরে থেকে বিহারের ভিক্ষু এবং শ্রমনরা সোয়াইং আপাতত বন্ধ থাকবে। তবে বিহারগুলোতে পর্যাপ্ত খাবার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে পার্বত্য জেলা পরিষদ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা জানান- করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে এবং মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে সাংগ্রাই উৎসব না করার সীদ্ধান্ত নেওয়া হয়েছে। একারনে সিনিয়র বৌদ্ধ ভিক্ষু এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করে বিহারগুলো লকডাউন করা হয়েছে।

তবে ভিক্ষু এবং বিহারে অবস্থানরত শ্রমনরা যাতে সোয়াইং খেতে পারেন সেজন্য পর্যাপ্ত খাবার ও পণ্যসামগ্রী পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বান্দরবানের ৭ উপজেলায় দুস্থ-অসহায় ১৭ হাজার ৫০০ পরিবারের মাঝে ২০০ মেট্রিক টন ও চাল ও ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

Exit mobile version