parbattanews

পানছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” প্রতিপাদ্যে যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ি জেলার পানছড়িতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটির যৌথ আয়োজক ছিলেন পানছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয় শিক্ষক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠ প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহামুদের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্ৰ চাকমা। এসময় আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হয়।

আলোচনায় আরো বক্তব্য রাখেন পানছড়ি সরকাররি ডিগ্রী কলেজের প্রভাষক ত্রিরতন চাকমা ও পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব।

Exit mobile version