পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গুলিবিনিময়ে নিহত ১


খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গুলিবিনিময়ে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ১১ আগস্ট সকাল ৫টা ৫০ মিনিট থেকে বিকাল ৩টা ২০ মিনিট পর্যন্ত পানছড়ির লোগাং ইউনিয়নের মধুরন্জন কার্বারী পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এবং জেএসএস (সন্তু) সশস্ত্র সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় হয়।
এ সময় আনুমানিক ১৬০০ থেকে ১৭০০ রাউন্ড গুলিবিনিময় হয় বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।
উক্ত গুলিবিনিময়ের ঘটনায় জেএসএস (সন্তু)-এর সশস্ত্র শাখার কর্মী রুপেশ তঞ্চঙ্গ্যা নিহত হন। তার বয়স আনুমানিক ৩২ বছর। তিনি রাঙামাটির বিলাইছড়ি এলাকার বাসিন্দা। শেষ খবর পর্যন্ত জানা যায়, নিহত ব্যক্তির লাশ জেএসএস তাদের হেফাজতে নিয়ে গেছে ।
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, জেএসএস, পানছড়ি
Facebook Comment

















