parbattanews

পানছড়িতে চেংগী নদীতে ডুবে শিশুর মৃত্যু

মামা-মামী ও মামাতো ভাইবোনের সাথে চেংগী নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল সাদিয়া আক্তার নামের নয় বছরের এক শিশু।

সে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের শফিকুল ও রুবি আক্তারের মেয়ে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মোহাম্মদপুর এলাকার পাশ দিয়ে বয়ে চলা চেংগী নদীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, মামাতো ভাই ইমরান (১৩) মামাতো বোন সানজিদা ইসলাম (৬) ও মামা-মামীর সাথে সাদিয়া চেংগী নদীতে গোসল করতে গিয়ে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সবার অজান্তে জমে থাকা পানির একটি বড় গর্তে সাদিয়া পড়ে যায়। সাদিয়াকে বাঁচাতে মামাতো ভাই-বোন দু’জনেও গর্তে পড়ে চিৎকার করতে থাকে। মামা শফিকুল দ্রুত ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও সানজিদাকে গুরুত আহত অবস্থায় গ্রামবাসী মিলে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিদুর্ষী চাকমা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সানজিদাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি দিলেও ইমরান পুরোপুরি সুস্থ রয়েছে বলেও জানান তিনি। সাদিয়ার মৃত্যুতে পুরো মোহাম্মদপুর এলাকাজুড়ে নামে শোকের মাতম।

Exit mobile version