parbattanews

পানছড়িতে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সুন্দর সমাপ্তি হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল চারটায় পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার অরুপ চাকমাসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।

দুই দিন ব্যাপী আয়োজিত ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা উপলক্ষ্যে নানান আয়োজন সাজিয়েছিল উপজেলা প্রশাসন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলাটি ছিল দৃষ্টিনন্দন।

এ উপলক্ষ্যে পানছড়ি উপজেলা পরিষদ মাঠকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। বাহারী বেলুন আর পেষ্টুনে ভরা স্টলগুলো দেখতে ছিল নজরকাড়া। মোট এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় উদ্ভাবনী মেলায়। অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেলায় ঘুরে ঘুরে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবন দারুণভাবে উপভোগ করেন।

Exit mobile version