parbattanews

পানছড়িতে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস পালিত

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে বাহারি সাজে সাজানো হয়েছিল পানছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, জিরো মাইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, পানছড়ি থানা ও উপজেলা পরিষদ এলাকা। সন্ধা রাত্রি থেকেই লাল-নীল-হলদে বাতির ঝলক মন কেড়েছে সকলের।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণের মধ্যে দিয়ে শুরু হয় দিবসের সূচনা পর্ব। প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।

পরে পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পানছড়ি থানা, উপজেলা আ.লীগ সভাপতি মো. আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে আ.লীগ ও সকল সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি সভাপতি মো. বেলাল হোসেনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৪টা থেকে পানছড়ি থানা পুলিশ ও আনসার ভিডিপির সাথে কুজকাওয়াজে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম ।

সকাল ১০টা থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মননা প্রদান করা হয়। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের বাঙালী, চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঁওতাল সম্প্রদায়ের শিক্ষার্থীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে এক দৃষ্টিনন্দন ডিসপ্লে দেখিয়ে মাঠ মাতিয়ে তোলে। এ সময় হাজারো করতালিতে মাঠ ছিল মুখরিত।

Exit mobile version