parbattanews

পানছড়ি থানার আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান পানছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল পানছড়ি থানা পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বেলা ১২টার সময় বিদ্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, কিশোর গ্যাং, গুজব ও সাইবার ক্রাইম প্রতিরোধ নিয়েই আজকের এই সচেতনতামূলক সভা। প্রত্যেকটি বিষয় নিয়ে তিনি দিক নির্দেশনামূলক কথা তুলে ধরেন। পানছড়ি থানা পুলিশ সব সময় পাশে থেকে সার্বিক সহযোগিতা করার কথা জানান। সবাইকে সচেতন হয়ে পুলিশের সহযোগিতা চাওয়ার পাশাপাশি ৯৯৯ লাইনে ফোন করার কথা বলেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুপ্রিয় চাকমা, ঝুনু কান্তি দে, এসআই ছৈয়দ ছানাউল্লাহ, এসআই অনিক দে, এসআই রবিউল, এএসআই তানভীর, এএসআই মোশারফ, এএসআই সুকান্ত শিকদার প্রমুখ।

Exit mobile version