parbattanews

পানছড়িতে অবরোধে দূর পাল্লার গাড়ি ছেড়ে যায় নি

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ি জেলার পানছড়িতে অভ্যন্তরীণ যান চলাচল ছিল স্বাভাবিক। খাগড়াছড়ি-পানছড়ি থেকে দুধুকছড়া সড়ক পর্যন্ত অবরোধের তেমন কোন চিহ্ন দেখা না গেলেও ঢাকা ও চট্টগ্রামগামী শান্তিপরিবহনের গাড়িগুলো পানছড়ি থেকে ছেড়ে যায়নি।

রবিবার (৫ নভেম্বর) সকাল থেকেই সিএনজি, মাহিন্দ্র, ব্যাটারি চালিত টমটম চলেছে স্বাভাবিকভাবে। পণ্যবাহী ট্রাক, পিকআপ, চাঁন্দের গাড়ি চলেছে তার স্বাভাবিক গতিতে।

খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা সিএনজি চালক আবু তাহের জানান, পথে কোন রকম বাধা-বিপত্তি ছাড়াই যাত্রী নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছেন।

এদিকে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী স্কুল শিক্ষক আর দূর-দূরান্তের সবজি ও পান ব্যবসায়ীরা বিভিন্ন ছোট পরিবহনে চড়ে পানছড়িতে এসেছেন বলে জানান।

পথচারী ও যানবাহনের নিরাপত্তা জোরদারে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারী অব্যাহত রেখেছে।

Exit mobile version