parbattanews

পানছড়িতে অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যামাণ আদালত

খাগড়াছড়ির পানছড়ি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ ফেব্রয়ারি) এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্টেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পন্য রাখা, অবৈধভাবে ফুটপাত দখল ও লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করার অপরাধে ১০টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। ১০টি মামলায় সর্বমোট ৩৭,৫০০/-টাকা আদায় করা হয়।

এছাড়া পানছড়ি থানা পুলিশ, জেলা ও উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Exit mobile version