parbattanews

পানছড়িতে আটক শিবির নেতাদের ৩ জনের রিমান্ড, ১৪জনের জেল হাজতে প্রেরণ


খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়ির পানছড়ি থেকে আটক ১৭ শিবির নেতাদের একদিন পর খাগড়াছড়ি আদালতে হাজির করা হয়েছে। আসামী পক্ষের আইনজীবীরা আটক নেতাদের জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে ৩জনের একদিন করে রিমান্ড অন্য ১৪জনের জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

জেলা শিবিরের সভাপিত মিনহাজুর রহমান  (২৬) পানছড়ি উপজেলা শিবিরের সভাপতি বেলাল হোসেন, সেক্রেটারী রেজাউল করিম এ তিন জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আর জেলা হাজতে প্রেরন করেছে অণ্য ১৪জন শিবির নেতা। তারা হলেন, মোঃ জামশেদ, মোঃ রাসেল, , হাফিজ উদ্দিন, আলিমুল ইসলাম, আব্দুল আজিজ, আজাহার মিয়া, আরিফুর ইসলাম, মোঃ লোকমান, মোঃ কাউছার মোঃ আলীনুর, ইব্রাহিম খলিল, মোঃ সাগর, মোঃ মোবারক হোসন।
উল্লেখ্য গত শনিবার সকালে খাগড়াছড়ি পানছড়ি উপজেলার একটি বাসায় সাংগঠনিক মিটিং করার সময় জেলা শিবির সভাপতি মিনহাজুর রহমানসহ ১৭ নেতা কর্মীকে আটক করেছে পানছড়ি থানার পুলিশ। আটকের পর পরই আদালতে প্রেরনের কথা থাকলেও একদিন থানায় নেতাদের আটকে রাখে। সন্ধায় খাগড়াছড়ি পুলিশ সুপার শেখ মিজানুর রহমান ঘটনা তদন্তের জন্যে পানছড়ি থানায় যায়। পরে আজ রবিবার খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইখতিয়ারুল ইসলাম মল্লিক এর আদালতে হাজির করলে আদালত জেলা শিবির সভাপতিসহ সিনিয়র তিন নেতাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করে অন্য ১৪জনের জেলা হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

Exit mobile version