parbattanews

পানছড়িতে আন্তর্জাতিক নারী দিবসের মানবন্ধন অনুষ্ঠিত

Nari Day Pic

স্টাফ রিপোর্টার:

সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন। রবিবার সকাল ১০টা থেকে পানছড়ি বঙ্গবন্ধু স্কোয়ারে সমাজের বিভিন্ন শ্রেণির নারী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।

এ সময় মানববন্ধনকারীদের হাতে শোভা পায় নানা রংঙের ফেস্টুন ও ব্যানার। ‘অধিকার-মর্যাদায় নারী পুরুষ সমানে সমান’, ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ এসব প্রতিপাদ্যের ব্যানার নিয়ে মানববন্ধনকে প্রাণবন্ত করে তোলে পানছড়ি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, মান সম্মত শিক্ষার জন্য তৃণমূল উদ্যেগ প্রকল্প জাবারাং কল্যাণ সমিতি ও তৃণমূল উন্নয়ন সংস্থার মানুষের জন্য ফাউন্ডেশান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহাগময় চাকমা, সমবায় কর্মকর্তা রত্ম কান্তি রোয়াজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ, জাবারাং এর টেকনিক্যাল অফিসার পূর্ণ বিকাশ ত্রিপুরা, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি লোকনাথ চাকমা ও নারী জয়িতা ইউপি সদস্য রোজী আক্তার।

Exit mobile version